সোমবার, ২৩ মার্চ, ২০১৫

প্রণতি

মদমগ্নতায় দেহভরা জঞ্জাল, মগজজুড়ে স্বার্থের খুনসুটি
লালসায় লালাভ লিপ্সার জিহ্বা, মায়ার মোহতলে ছুটি


পথের কংকরে প্রাসাদ হয়েছে, পড়েছে দেহে রঙ্গের আচড়
বিষমে বিবর্ণ রং ছুঁয়ে দিলে, খুঁজে ফিরি আপন পর

জীবন জোয়ারে যৌবণ খুঁড়ে, পড়ি আজ পথে প্রান্তরে
দিনগুলো তাই যায় কেঁদে যায়, ভরা বসন্তের অন্তরে

আজ প্রণতি করিহে প্রভূ, বাসনায় রচি রাঙ্গা চরণ
ভক্তির বাৎসলে ভাঙ্গে দম্ভ, অহংকার চূর্ণ সিক্ত নয়ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন