বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

উগ্রবাদীরা আসলে কি ভাবছে

উগ্রবাদীরা আসলে কি ভাবছে? তারা নিজেদের কথাকে, ভাষাকে জোর জবরদস্তির মাধ্যমে প্রতিষ্ঠা করবে? এটা কি সম্ভব নাকি? যদি সবকিছু জোর-জবরদস্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব হত, তবে তারাতো এতদিনে চালকের আসনে চলে যেত। অথচ তারা নিতান্তই কাপুরুষের ন্যায়, বদ্ধমাতালের ন্যায়, মনুষ্যত্বহীন বর্জিত হয়ে পিছন থেকে মেরে দিয়ে যাচ্ছে।

ওহে ধর্মান্ধ উগ্রবাদী মাতাল শুয়রের দল, তোমাদের এমন হীন কর্মকান্ড আমাদের মত মানুষদের ধর্ম বিশ্বাসে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে। তোমাদের বিশ্বাসটাকে যদি তোমরা প্রতিষ্ঠা করার পারঙ্গমতা দেখানোর পরিবর্তে অন্যের বিশ্বাসের কাছে হেরে তাকে শেষ করে দেবার প্রয়াস কর, তবে তোমরা কিসের বালছাল ধার্মিক হলে। তোমাদের তো নেড়ি কুকুর হবার কথা ছিল? একসাথে পায়খানার কক্ষে ডুকে মল ছাটবার কথা ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন