বঙ্গজননী; যতটা সহেছ তুমি
সহিতে পারি না আজও আমি
২৫‘শের কালরাত্রে শব্দহীন বলাকারা, ডানা ঝাপ্টায়
নিরবে নিগ্রহে নিঃশব্দ অবাধ্য প্রাণান্ত প্রতিরোধে
তবু; ঝরে পড়া পালক ছড়ায় বৃত্তশুদ্ধ সভ্য ভুমিতে
বঙ্গজননী; হিংস্রজানোয়ার লিকলিকে জিহ্বা আজও চোখে ভাসে
চোখ মুদতে গেলে আজও সহস্র জন্মান্তের আর্তনাদ কানে আসে
দন্তমূলে লেগে থাকা রক্ত ধারায় জানোয়াদের ভয়ার্ত্ত সে হাসি
অথচ মনবন্ধীত্বের ব্যাকুলতায় আজও সবকটা অবিশ্বাসের বেড়ী
৩০ লক্ষ শহীদের বলিদান আর ৭ লক্ষ ব্যাভিচারের পর লালসূর্য্য
যখন জানালার ফাঁক গলে একেঁ যায় তোমার গাঢ় সবুজ আঁচলে
তখন দমবদ্ধ নিঃশ্বাসে যেটুকু প্রশান্তি আসে, সে ভাষায় আসে না
শুধু মনের কথাগুলো ডাইরিতে লিখি দগদগে দাগকাটা স্মৃতি হাতরে।
সহিতে পারি না আজও আমি
২৫‘শের কালরাত্রে শব্দহীন বলাকারা, ডানা ঝাপ্টায়
নিরবে নিগ্রহে নিঃশব্দ অবাধ্য প্রাণান্ত প্রতিরোধে
তবু; ঝরে পড়া পালক ছড়ায় বৃত্তশুদ্ধ সভ্য ভুমিতে
বঙ্গজননী; হিংস্রজানোয়ার লিকলিকে জিহ্বা আজও চোখে ভাসে
চোখ মুদতে গেলে আজও সহস্র জন্মান্তের আর্তনাদ কানে আসে
দন্তমূলে লেগে থাকা রক্ত ধারায় জানোয়াদের ভয়ার্ত্ত সে হাসি
অথচ মনবন্ধীত্বের ব্যাকুলতায় আজও সবকটা অবিশ্বাসের বেড়ী
৩০ লক্ষ শহীদের বলিদান আর ৭ লক্ষ ব্যাভিচারের পর লালসূর্য্য
যখন জানালার ফাঁক গলে একেঁ যায় তোমার গাঢ় সবুজ আঁচলে
তখন দমবদ্ধ নিঃশ্বাসে যেটুকু প্রশান্তি আসে, সে ভাষায় আসে না
শুধু মনের কথাগুলো ডাইরিতে লিখি দগদগে দাগকাটা স্মৃতি হাতরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন