সোমবার, ২৩ মার্চ, ২০১৫

মোহসুখ

অন্ধকার এলে ঘনিয়ে
ফেরে সবাই আপন নীড়ে
উড়ণচন্ডী মতিভ্রম আমার
নীড়ের ঠিকানা পথেরপরে

অধিক ভাবি না; তাতেই নীড় গড়ি
রঙ্গিন দুনিয়ার ফাঁদে পড়ি
বদ্ধ নিয়তির নিশান তলে
দিনগুলো হেসে দেয় গড়াগড়ি

ভূখাপেটে বালিতে মেটে স্বাদ,
জলে মিটে যায় পেটের দুখ
অম্বরতলে এমন বাঁচা-মরায়,
জাগতিক ঘৃণায় নাশ মোহসুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন