সোমবার, ২৩ মার্চ, ২০১৫

চাইলেই

চাইলেই হতে পার ঘরনী আমার
চাইলেই হতে পার আমার সংসার
চাইলেই নিতে পার আমার ঠিকাদারী
চাইলেই করতে পার আমাকে তোমারি, আমাকে তোমারি

চাইলেই চাও প্রিয় হই একাকার
ভবঘুরে পথিকের হবে সংসার
চাইলেই নিয়ে যাও ধরে দুই হাত
চাঁদনীর এ স্নাতে পথে কাটুক রাত
চাইলেই করে নাও মনের জিম্মাদারি
প্রেমের শক্তিতে আজ প্রেম হোক ভারি, প্রেম হোক ভারি

চাইলেই হতে পার অথৈই সাগর
পাড় ভেঙ্গে মাঝ বুকে হব প্রেমের চর
চাইলেই হতে পার খোলসের ঝিনুক
গহীরের মুক্তো হয়ে লবিব সুখ
চাইলেই হও প্রিয় প্রেমের কোষাগার
প্রেমের ঋণে কোষাগারে উঠুক পাহাড়, হোক পাহাড়

চাইলেই হতে পার বালিশ ঘুমের
গোপনে সব কথা হবে মনের
চাইলেই হতে পার পতঙ্গের ফুল
কুঞ্জমাল্যে আসুক প্রেমের মুকুল
চাইলেই চাও প্রিয় রাখগো অন্তরে
জাতিষ্মরের মোহে বাঁধি আপনারে, বাঁধি আপনারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন