নারী মানে; আছে স্বামী, আছে বন্ধু-ভাই নারী মানে; সীমানার অধ্যাদেশ কর্মতৎপরতায়। নারী মানে; বসুমতির মত সহ্য সন্তানের যন্ত্রণা নারী মানে; স্বপ্ন চোখে বোনা, সন্তান করে বাসনা। নারী মানে; এক গৃহিণী, শৃঙ্খলিত এক ঘর
যখন শান্ত হৃদয়ে অশান্ত করে খেলা অস্থিরতায় গড়িয়ে যায় বেলা তখন আমি অর্ধনিমগ্ন ছায়াপথে ক্রান্তির লগণে পড়ছি ভূমিতে লুটে। আকাশবেশী গগণ তাঁরা ছৌঁয় আমি বসে নীরব ধাঁধাঁর ফাঁদে স্তম্ভিকতা নেই যে, নিজের আর নেশা মেটে একপেয়ালা মদে।
কতটা শৃঙ্খল জীবন আমাদের ! বাংলার চলিত রাষ্ট্রযন্ত্রে আমরা কতটা পরাধীন ৪০ বছরের স্বাধীনতা অন্তরে লালন করেও আমরা আজ ৫ বছরের পক্ষাঘাত রোগে কতটা অসহায়, জীবন-জীবিকা আর আসক্ত ক্ষুদার যন্ত্রনায়, আমরা কত নিরুপায়।
কেন এত হারানোর ভয় হয় আমার? কি আছে এত যা ক্রমন্নয়ে আমাকে দাওয়া করে ভয় দেখায় এই হারাবে বলে? জীবন থেকে বড় চাওয়া, সে আমার মা তিনি হারিয়ে গেছেন, ঐ ওখানে, ঠিক ওখানে