শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ছাত্রনীতির জয়

স্ট্যাটাস দেখাতে!
বেনসন খাই,
এয়ারফোন কানে
ঘন্টার ভাব জমাই।
মেয়ে নিয়ে- ঐ রিক্সা
চলো যাই পার্কে,

কবিতাঃ ঠোঁটকাঁটা

হঠাৎ! চোখ পড়ে গেল দরজার খিলানের দিকে,
তারা দু’জন দু’জনার দিকে তাকিয়ে
নির্বাক চোখে কত কি ভাবনায়
হয়তো হারিয়ে যাওয়া কোন দূরালোক সীমানায় ।
এ মানবসরণীর বাহুল্যবর্জিত স্থান নয়, নয়তো চাকচিক্য স্মৃতিকুঞ্জ
তারা দু’জন মাটির আদলে গড়া মৃত্তিকাকুঞ্জে

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

গানঃ আমি চাইনা হতে যাবার কালে


আমি চাইনা হতে যাবার কালে
বন্ধু তোমার প্রাণের দাবী
এত অনাদরে……..
মনের স্রোতে মন ডুবে যাক
ফুটুক কলি পদ্ম হয়ে বানের জলে।

অশ্রুজলে ঝরা শিমুল ভাসুক
জুড়াক প্রাণে মনভোলা সুখ
অবুঝ ছলে

গানঃ আমায় ধরিয়া তোল বিসখে

আমায় ধরিয়া তোল বিসখে, নিদ না আসে দু’চোখে
হারায়ে শ্যাম কালাচাঁন
ওরে মজে তাহার প্রেম ফাগুনে, হীয়া পুড়িল দহনে
বাঁচে না, বাঁচে না আর প্রাণ
ও বিসখে; হারায়ে শ্যাম কালাচাঁন।
আমি আনন্দে মেতেছিলাম, সোনার রঙ্গে দিনকাটালাম
যবে না ধরা দিল শ্যাম

গানঃ যাব তোমার গাঁয়

বাদলা দিনে মেঘের সনে বৃষ্টি খেলে যায়
এমন দিনে তুমি এলে যাব তোমার গাঁয়।
সেকি জান কি? সে জান কি?
এমন দিনে তোমার জন্যে, মনযে উতলায়।
ধুত্তুরি ঐ দাদাবুড়ো কত তামশায়

গানঃ রঙ্গিলা তুমি রঙ্গিন ভূষণে সাজিলা কত রঙ্গে

রঙ্গিলা তুমি রঙ্গিন ভূষণে সাজিলা কত রঙ্গে
আমি প্রেম রঙ্গে মজিলাম রাঙ্গি, তোমার প্রেমের ঢঙ্গে।
আষাঢ় মাসে কাঁদা খেলায়, এলে কাঁদা নিয়ে
নয়নে চেয়ে দিলে হাসি, নিলে ভুলিয়ে

গানঃ ফুল ফুটতে দাও

ফুল ফুটতে দাও, ঝরতে করো নাকো মানা
প্রেম আসুক জীবনে, ভাঙ্গনে বাঁধা দিও না।
জীবনটাতো রঙ্গের খেলা, রঙ্গে থাকো মেতে
ভাঙ্গা-গড়ার এই খেলায়, যেওনাতো চটে
বারিষন আসলে জীবনে, নয়নধারে ঝরাও না।

গানঃ তোমার পোকার মত দম

অনলে দগ্ধিলে জীবন বুদ্ধি তোমার কম
তোমার পোকার মত দম।
অনল হরে পোকার জ্ঞান হরিছে তোমার তাই
বোকার মত করলে সমর্পণ জ্ঞানের হীনতায়
তুমি বিবেকহারা উদাসনিশি তাইতো দেখী সম।
সংসার মানে টিকে থাকা আপন জ্ঞানে

গানঃ আমার নদীর মত মন

আমার নদীর মত মন, জোয়ার বাঁধ মানে না
ওরে একুল ওকুল যাবে ভেঙ্গে, যাবে ভেঙ্গে দুনিয়া।
অমবস্যা কালে উত্তাল এই নদীর বুক
ক্ষরস্রোতে করালগ্রাসে ভেঙ্গে যাবে সুখ
ওরে নিত্য ঘুমে অসার জীবন, জাগিলে উঠবে হায়-হায়।

গানঃ প্রেম শুধু ভাবুকের ভাবনা

পৃথিবীটা মায়া কিনা জানি না
শুধু জানি প্রেম বলে কিছু নেই, আছে শুধু ছলনা ।
পৃথিবীতে সহানুভূতি কেউ করে না
যেটুকু তার নামে, সবটুকুই করুণা ।।
ফুল ফুটে গাছের শাখে, মায়া জড়ায়ে হাতে থাকে

গানঃ প্রভু তোমার লীলাবিলাস বোঝা, সাধ্যি কি মোর আছে

প্রভু তোমার লীলাবিলাস বোঝা, সাধ্যি কি মোর আছে
তুমি পঞ্চমহাভূতে অষ্ট জড়ধারায়, গড়িছ মোহিনী রসে।
ছয়রূপে দেহ হয় পরিবর্তন, ত্রিতাপ ক্লেশে ভরে নয়ন
প্রকৃতির ত্রি’গুণ ধারা, দু’মায়া গড়া রোষে।

গানঃ আমি রাই প্রেমে বিবাগী

আমি রাই প্রেমে বিবাগী হয়ে, ঘুরব দেশে-দেশে
মজাইয়া প্রেমে আমারে রাই, নদীর ঘাটে না আসে।
আসবে বলে মধুমাসে, আছি আমি বসে
আসলো না, আসলো নাগো রাই, নয়ন জলে পথ ভাসে
মুরলীতে সুর ধরি, গাহি রাই নাম

গানঃ বধুয়া বলো

বধুয়াগো বলো তোমার মনে কি লয়
এমন শায়ন তুমি দিলে ঢেঁকে
এমন শায়ন তুমি দিলে ঢেঁকে
তোমার এই তনুমন, আমার এই অনুক্ষণ
শিহরন বাঁধে আবেশে, বধুয়া; শিহরন বাঁধে আবেশে
তোমার রচিতে হিয়া, আমার মন গিয়া

সোমবার, ১ এপ্রিল, ২০১৩

প্রশ্ন ও প্রসঙ্গ

তুমি কি নিজেকে আস্তিক মনে কর? তবে তোমার মহান রাব্বুল আলামিনের নামে কসম করে বলতো- তুমি তার সবকিছু বিশ্বাস কর, তার সব অনুশাসন তুমি মেনে চল, তিনি সর্বঅধিশ্বর তা নিয়ে তুমি একটা মুহূর্তেও সন্ধিহান হও না। শপদ করে বলতো দেখি তুমি মানুষকে মানুষ ভাবতে পার, উঁচু-নিচু প্রবেধ তুমি কর না, তুমি ধৈর্য্যচূত নও। বল তুমি কখনো মিথ্যাকে অগ্রাসন দাও না, তোমার কন্ঠে সত্য চিরভাষ্কর। যদি পার আমি তোমাকে অকপটে আস্তিক মেনে নেব। আর যদি না পার তবে তুমি যে প্রকারের আস্তিক এ প্রকারের আস্তিক সবসময় ধান্ধাবাজ হয় (যেমন- সাঈদী, গোলাম আজম, কামরুজ্জামান...) এরা নিজের স্বার্থের জন্য যেমন নিজের জন্মপরিচয় অস্বীকার করতে পারে, তেমনি নিজের কলংককে ঢাঁকতে বর্বর হত্যাযজ্ঞও সৃষ্টি করতে পারে। তোমার আমার কথায় অবিশ্বাসে আমার কিছু আসবে যাবে না, শুধু অনুরোধ করি নিজের হৃদয়কে সত্য জিজ্ঞাসা থেকে বিরত রেখ না।

বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

প্রাপ্তী

জীবন স্রোতে যে ভেলায় নিত্য-দিনকার আসা-যাওয়া, সময়ের সাথে-সাথে সে ভেলায় জমে সুখ-দুঃখ-সমৃদ্ধি কিংবা অসহায়ত্ব। তবু জীবনস্রোত তাকেই কেবল পরিপূর্ণতায় ভরে দেয় যার হৃদয়ের দৃড়তা প্রকট, যে জীবনকে জীবনের চোখে দেখে, যার কাছে প্রাপ্তী বাসনা প্রলুব্ধ নয়।