লিরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লিরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

গানঃ পদ্মা নদীরে……..


পদ্মা নদীরে, পদ্মা নদীরে……
ভেঙ্গে দিসনা আমার আশার দ্বার
তোর মায়া-মমতায় ঘেরা, আমার এই সংসার।

আমার রাত পোহায় তোর কূলে
নদীরে……ও পদ্মা নদীরে, ও…….নদীরে
আমার দিনকাটে তোর ছলে…….
এই জীবনযুদ্ধের নাও বেড়ে চলে, তোর বুকে পাল তুলে
সেই তুই যদি পাশে না থাকিস, দিক-বিদিক মোর আঁধার
ভেঙ্গে দিসনা আমার আশার দ্বার
তোর মায়া-মমতায় ঘেরা, আমার এই সংসার।

গানঃ সোনার জগতে………


সোনার জগতে, আকাল পড়েছে মানুষ আপন স্বভাবে
হায়রে; মনুষ্যগুন নাই আচারে, বেদ-বিচারের অভাবে।

মানুষ মানে মনুষ্যরূপী, নাইরে কোন হুঁশ
আপন স্বার্থ, আপন লয়, আপন তরে ঢুঁশ
হায়রে; পরগাছা যে আপনায় জড়ালো, দেখে না জ্ঞান বিভাবে।

গানঃ প্রাণ পাখিরে খোঁজ কি করে…


প্রাণ পাখিরে খোঁজ কি করে
খোঁজ পাওয়া তাঁর এত সহজ নয়।
পঞ্চ ইন্দ্রিয়ে তাঁর গমনাগমন,
নয়দ্বারে তাঁর সঞ্চালন
পঞ্চভুতে তাঁর অবস্থান
সে যদি না জানা হয়।

ত্রিলোকে তার ত্রিকাল দর্শন
যে পালকে হয় তাঁর পালন
যদি না থাকে তাকে স্মরণ
পাওয়া দূর্বিষহ।

গানঃ আজি বৃষ্টি ঝরছে অঝরে


আজি বৃষ্টি ঝরছে অঝরে
আমার মনের নিকুঞ্জ বনে
জানি দেখা হবে না প্রিয়া
আজি তোমার সনে।

উৎফুল্ল মন নিয়ে তুমি
গেলে বাসর সাধনে
প্রেমের দহণ জ্বালায় আমি
মরি আজ ক্ষনে-ক্ষনে।

গানঃ কেন এমন করে নীদ হরিলে প্রিয়


কেন এমন করে নীদ হরিলে প্রিয়
ও প্রিয় মোর, এমন রজনী
যায় কেটে দেখে-দেখে, নয়ন ভরা স্বপ্ন মেখে
চলে দিবস গুনি।

এইযে, আমার স্বপ্ন ভেলা, চলে খেলায় ঢেঁউয়ের তালে
মন উতালে চলে নীলে, তব সুর শুনি।
কেন এমন করে নীদ হরিলে প্রিয়
ও প্রিয় মোর, এমন রজনী।

গানঃ নদীর বুকে বসত আমার

নদীর বুকে বসত আমার, বুঝলনারে নদী
তাইতো আমি জনম দুখী, কষ্ট নীরবধিরে, (কষ্ট নীরবধি)।

স্বপ্ন দেখে নদীর ঢেঁউয়ে, বাঁধি প্রথম ঘর
সে ঘর আমার ভেঙ্গে গেল, পাথারের ভিতররে, (বুঝলনারে নদী)।

করালস্রোতে নদীর ঢেঁউ, মোহনায় মিলায়
তলায়ে গেল আশা আমার, অতল নেশায় রে, (বুঝলনারে নদী)।

গানঃ এই পৃথিবীতে আমায় এত, যতন করবে কে

এই পৃথিবীতে আমায় এত, যতন করবে কে
ঐ মাটির বুকে মাযে আমার, ঘুমায়ে আছে।।

ত্রিভুবণে এত মায়ায় আর, জড়াবে আমায় কে
ঐ মাটির বুকে মাযে আমার, ঘুমায়ে আছে।।

দরদীয়া খুঁজে, দরদী ঐ মন, আমি মায়ের আঁশে
পথ ভেসে যায় নয়ন জলে আমার, মা না আসে কাছে।।

সোমবার, ৩ মার্চ, ২০১৪

মনমানুষি হারাবে যদি সুদূর দূরে

ওপাড়ে যাবার যদি, সময় হয়ে এল
একপেগ মদ দাও, যন্ত্রনা ভুলি ঘোরে
মনমানুষি; হারাবে যদি সুদূর দূরে
বীষকাঁটা বিঁধে দাও, যন্ত্রনায় ভুলি তারে।

কি এত লাভ হলো, আশায় মন রাঙ্গানোয় ?
নীড় ভোলা সুখের পায়রা, দিগন্তে ডানা ছড়ানো
ভোলা যায় কি হায়, যে মন জড়িয়েছে
দিনে-দিনে তাকে ঘিরে…………


বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

সৃজণ আমায় অন্ধ করে বন্ধ ঘরে

সৃজণ আমায় অন্ধ করে বন্ধ ঘরে
জীবন আমার চলে ঘুরে দ্বারে-দ্বারে
নাইযে আমার কুল কিনারা ভবসংসারে
জীবন আমার চলছে দয়াল আপনা খেয়ালে।

দয়াল দিলেনা যদি ভবের কূল
ব্যাকুল পথে দিশেহারার কর ক্ষম ভূল
কোথায় সে ভবসিন্ধু হাতপাতি আজ সে দুয়ারে
এ সৃজণে জীবন গেল মোহবাসনার করতলে।

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

প্রেম কি তারে বলে

ঐ‘দেখ সখী মরিবার, কিযে সুখ তার
আমি মরব সে মরবে, কে নেবে মৃত্যুর দায়ভার
সখী কি সুখ বল কার
এক প্রেমেতে দু‘জনার প্রাণ হল বনাচার
হাস কেন ওগো সখী বল সমাচার।


বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

গানঃ আমি চাইনা হতে যাবার কালে


আমি চাইনা হতে যাবার কালে
বন্ধু তোমার প্রাণের দাবী
এত অনাদরে……..
মনের স্রোতে মন ডুবে যাক
ফুটুক কলি পদ্ম হয়ে বানের জলে।

অশ্রুজলে ঝরা শিমুল ভাসুক
জুড়াক প্রাণে মনভোলা সুখ
অবুঝ ছলে

গানঃ আমায় ধরিয়া তোল বিসখে

আমায় ধরিয়া তোল বিসখে, নিদ না আসে দু’চোখে
হারায়ে শ্যাম কালাচাঁন
ওরে মজে তাহার প্রেম ফাগুনে, হীয়া পুড়িল দহনে
বাঁচে না, বাঁচে না আর প্রাণ
ও বিসখে; হারায়ে শ্যাম কালাচাঁন।
আমি আনন্দে মেতেছিলাম, সোনার রঙ্গে দিনকাটালাম
যবে না ধরা দিল শ্যাম

গানঃ যাব তোমার গাঁয়

বাদলা দিনে মেঘের সনে বৃষ্টি খেলে যায়
এমন দিনে তুমি এলে যাব তোমার গাঁয়।
সেকি জান কি? সে জান কি?
এমন দিনে তোমার জন্যে, মনযে উতলায়।
ধুত্তুরি ঐ দাদাবুড়ো কত তামশায়

গানঃ রঙ্গিলা তুমি রঙ্গিন ভূষণে সাজিলা কত রঙ্গে

রঙ্গিলা তুমি রঙ্গিন ভূষণে সাজিলা কত রঙ্গে
আমি প্রেম রঙ্গে মজিলাম রাঙ্গি, তোমার প্রেমের ঢঙ্গে।
আষাঢ় মাসে কাঁদা খেলায়, এলে কাঁদা নিয়ে
নয়নে চেয়ে দিলে হাসি, নিলে ভুলিয়ে

গানঃ ফুল ফুটতে দাও

ফুল ফুটতে দাও, ঝরতে করো নাকো মানা
প্রেম আসুক জীবনে, ভাঙ্গনে বাঁধা দিও না।
জীবনটাতো রঙ্গের খেলা, রঙ্গে থাকো মেতে
ভাঙ্গা-গড়ার এই খেলায়, যেওনাতো চটে
বারিষন আসলে জীবনে, নয়নধারে ঝরাও না।

গানঃ তোমার পোকার মত দম

অনলে দগ্ধিলে জীবন বুদ্ধি তোমার কম
তোমার পোকার মত দম।
অনল হরে পোকার জ্ঞান হরিছে তোমার তাই
বোকার মত করলে সমর্পণ জ্ঞানের হীনতায়
তুমি বিবেকহারা উদাসনিশি তাইতো দেখী সম।
সংসার মানে টিকে থাকা আপন জ্ঞানে

গানঃ আমার নদীর মত মন

আমার নদীর মত মন, জোয়ার বাঁধ মানে না
ওরে একুল ওকুল যাবে ভেঙ্গে, যাবে ভেঙ্গে দুনিয়া।
অমবস্যা কালে উত্তাল এই নদীর বুক
ক্ষরস্রোতে করালগ্রাসে ভেঙ্গে যাবে সুখ
ওরে নিত্য ঘুমে অসার জীবন, জাগিলে উঠবে হায়-হায়।

গানঃ প্রেম শুধু ভাবুকের ভাবনা

পৃথিবীটা মায়া কিনা জানি না
শুধু জানি প্রেম বলে কিছু নেই, আছে শুধু ছলনা ।
পৃথিবীতে সহানুভূতি কেউ করে না
যেটুকু তার নামে, সবটুকুই করুণা ।।
ফুল ফুটে গাছের শাখে, মায়া জড়ায়ে হাতে থাকে

গানঃ প্রভু তোমার লীলাবিলাস বোঝা, সাধ্যি কি মোর আছে

প্রভু তোমার লীলাবিলাস বোঝা, সাধ্যি কি মোর আছে
তুমি পঞ্চমহাভূতে অষ্ট জড়ধারায়, গড়িছ মোহিনী রসে।
ছয়রূপে দেহ হয় পরিবর্তন, ত্রিতাপ ক্লেশে ভরে নয়ন
প্রকৃতির ত্রি’গুণ ধারা, দু’মায়া গড়া রোষে।

গানঃ আমি রাই প্রেমে বিবাগী

আমি রাই প্রেমে বিবাগী হয়ে, ঘুরব দেশে-দেশে
মজাইয়া প্রেমে আমারে রাই, নদীর ঘাটে না আসে।
আসবে বলে মধুমাসে, আছি আমি বসে
আসলো না, আসলো নাগো রাই, নয়ন জলে পথ ভাসে
মুরলীতে সুর ধরি, গাহি রাই নাম